নাম - ছবি : সংগ্রহীত
জাকার্তা নগরীর প্রশাসন এই গণবিয়ের ব্যবস্থা করে। বিয়ের অনুষ্ঠানে বরবধূরা ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বর্ণাঢ্য বিয়ের পোশাক পরিহিত ছিলেন। বধূদের মাথায় উড়না ও বরদের কোমরে কেরিস নামে পরিচিত ঐতিহ্যবাহী ছুরি শোভা পাচ্ছিল।
জাকার্তার গভর্নর আনিস বাওয়েদান নব দম্পতিদের অভিনন্দন জানিয়ে বলেন, এখন থেকে প্রতি বছর নগর প্রশাসন নববর্ষে এ ধরনের বিয়ের আয়োজন করবে। বধূদের স্বর্ণের অলঙ্কার দেয়ার জন্য নগর সরকার দান তহবিল গঠন করে। ইন্দোনেশিয়ায় বিয়ের সময় বর-বধূকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ দিয়ে থাকেন।
পশ্চিম জাকার্তার এক নবদম্পতি হানিমুন পালনের জন্য বালি দ্বীপে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানান।
বিয়ের অনুষ্ঠানে আতশবাজি করা হয় আর প্যান্ডেলের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সুসজ্জিত কয়েক শ’ কার। এসব গাড়িতে নববধূদের তাদের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে।
সূত্র : রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক:
মন্তব্য করুন