• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৩ দিনের রিমান্ডে * ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা * খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের ইন্তিকাল * জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে: মির্জা ফখরুল * নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস * বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ * হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত * তিনদিনের মধ্যে এনআইডি সার্ভারে নাগরিকের তথ্য আপলোডের নির্দেশ * পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি * যে কারণে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ

প্রফেসর ইউনূসের সাথে উগান্ডা সরকারের সমঝোতাস্মারক স্বাক্ষর

news

নাম - ছবি : সংগ্রহীত


 নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ইউনূস সোশ্যাল বিজনেস এবং উগান্ডা সরকারের মধ্যে সমঝোতাস্মারক স্বাক্ষর হয়েছে। এর উদ্দেশ্য সামাজিক ব্যবসার মাধ্যমে উগান্ডার আর্থসামাজিক সমস্যার মোকাবেলা। ড. ইউনূস গত ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পূর্ব আফ্রিকার দেশটি সফরকালে এ সমঝোতাস্মারক স্বাক্ষর হয়।
উগান্ডার সিভিল সোসাইটি নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির রাষ্ট্রদূতের উপস্থিতিতে উগান্ডা সরকারের জেন্ডার, লেবার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিষয়কমন্ত্রী এই সমঝোতাস্মারকে স্বাক্ষর করেন। সমঝোতাস্মারকে উগান্ডার তরুণ, নারীসমাজ ও অন্যান্য দুর্বল গোষ্ঠীর ব্যবসায়িক দক্ষতা ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইউনূস সোশ্যাল বিজনেস ও উগান্ডা সরকারের বিভিন্ন যৌথ প্রকল্প গড়ে তোলার উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্ধারণ করা হয়েছে।
উগান্ডা সফরকালে প্রফেসর ইউনূস কাম্পালার কার্ক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি জন-বক্তৃতা প্রদান করেন এবং তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন ‘ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন’-এ ভাষণ দেন। এ ছাড়া তিনি বিভিন্ন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং কর্মসংস্থান ও আয় সৃষ্টির মাধ্যমে উগান্ডার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ রকম কয়েকটি সামাজিক ব্যবসা পরিদর্শন করেন।

এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন