• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান বাণিজ্য উপদেষ্টার * আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ * ওরা বাংলাদেশকে ‘শেখের দেশ’ বানাতে চেয়েছিল : রিজভী * ঢাবির রাজনীতিবিষয়ক কমিটির কার্যক্রম শুরু * ফার্মগেটে মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট * লাইসেন্সের দাবিতে রবিবার বিক্ষোভ করবে রিকশা-ভ্যান, ইজিবাইক শ্রমিকরা * অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ * এক বছরের মধ্যে ৬১.১% মানুষ নির্বাচন চান, সব সংস্কার শেষে ৬৫.৯%: জরিপ * চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড পেল অ্যাবকা * রোববার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাবার কুলখানি তে নিহতের ঘটনা পরিকল্পিত : নওফেল

news

নাম - ছবি : সংগ্রহীত


চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে ১০ জনের প্রাণহানির ঘটনা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার রাতে ঘটনাস্থল রিমা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের কাছে তিনি এ সন্দেহের কথা জানান।

তিনি বলেন, যারা মারা গেছেন তারা পদদলিত হয়ে মারা যাননি। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তারা মারা গেছেন। কমিউনিটি সেন্টারের গেট খুলে দিলে কেউ পেছন থেকে ধাক্কা দেয়ায় আমন্ত্রিতরা পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ কারণে তাদের মুত্যু হয়। তবে এ ব্যাপারে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে কী ঘটেছে। তবে আমরা ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা করছি।

নওফেল বলেন, কেউ পরিকল্পিতভাবেও আমার বাবার কুলখানিতে এ ঘটনা ঘটাতে পারেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, রিমা কমিউনিটি সেন্টারের বাইরে নগরীর আরও ১৩টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করেছিলাম। ওইসব সেন্টারের কোথাও সামান্য বিশৃঙ্খলা হয়নি। এখানে কেন এ বিশৃঙ্খলা হলো আমরা এখনও নিশ্চিত নই।

শৃঙ্খলা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না জানতে চাইলে নওফেল বলেন, প্রতিটি কমিউনিটি সেন্টারে আমাদের এক থেকে দেড়শ স্বেচ্ছাসেবক ছিলো। এ ঘটনায় আমাদের একজন স্বেচ্ছাসেবকও মারা গেছেন। পুলিশও সেখানে ছিলে। সুতরাং শৃঙ্খলা ব্যবস্থা পর্যাপ্ত ছিলো। এটাই চিন্তার বিষয়।


মাসুম

মন্তব্য করুন