• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে: উপদেষ্টা ফরিদা * জাতীয় ঐক্যের ভিত্তিতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার * ব্যাপক বৈশ্বিক সমর্থন সরকারের কূটনৈতিক সাফল্য: পররাষ্ট্র উপদেষ্টা * সোনার ভরি বেড়ে ১ লাখ ৪২ হাজার টাকা * কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি * ৪৯ দিনে হাফেজ হওয়া সেই হাবিবুরের ইচ্ছাপূরণ করলেন আহমাদুল্লাহ * কওমী-আলিয়া ভেদাভেদ ভুলে দ্বীন প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করতে হবে: রফিকুল ইসলাম খান * আমাদেরকে পানি না দিতে ভারতের পক্ষে কোনো যুক্তিই নেই: অর্থ উপদেষ্টা * ‘শব্দের চেয়ে দ্রুতগতির’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের * ডেঙ্গুতে একদিনেই ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬

বিএনপির নেতা এ্যানির বাসায় হামলা

news

নাম - ছবি : সংগ্রহীত


কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসায় ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে একটি মিছিল বের হয়। মিছিলটি এ্যানির বাসার সামনে থেকে শুরু হয়ে বাজারের ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

ঘটনার সময় বাসায় উপস্থিত থাকা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জানান, ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী এসে বাসায় হামলা করে। এ সময় তারা বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও আশপাশে ঝুলানো ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে ছিঁড়ে ফেলে। তবে এ ঘটনার সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসায় ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মিছিলে অংশ নেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল আলীম হুমায়ুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান বাবু, হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নিশু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, আদর্শিকতার দিক থেকে ছাত্রলীগ কখনোই হামলা করে না। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। পৌর ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি দেয়া হয়েছে বলে শুনেছি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটতে পারে।

এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন