• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জুলাই গণহত্যার দ্রুত বিচারের রূপরেখা প্রণয়নের আহ্বান শিবির সভাপতির * বাংলাদেশিদের বের করে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি সভাপতির! * উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বশির, ফারুকী ও মাহফুজ * বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি * ‘আল্লাহ্ তুমি দুনিয়াতেই বিচার করো, তার যেন কবর না হয়’ * রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলক * ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে ধরিয়ে দিন: সাদিক কায়েম * শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ * মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা ইউক্রেনের * ক্যাম্পাস রাজনীতিতে কেন আলোচিত ছাত্রশিবির

বেরোবিসাসের সভাপতি যৌথভাবে নুর-আলম ও সংগ্রাম, সাধারণ সম্পাদক মোবাশ্বের

news

নাম - ছবি : সংগ্রহীত


বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)’র ২০১৮ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন এইচ. এম নুর আলম (দৈনিকমায়াবাজার) ও নুরইসলাম সংগ্রাম (দৈনিক রংপুর চিত্র)। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোবাশ্বের আহমেদ।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত সমিতির সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওমর ফারুক (দৈনিক আজকালের খবর), যুগ্ম-সম্পাদক সৌম্য সরকার (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ এসএম আল-আমিন (দৈনিক বায়ান্নর আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভান চৌধুরী দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন রিফাত (প্রতিদিনের সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রোমানুজ্জামান ( দৈনিক আলোকিত প্রতিদিন), কার্যকরী সদস্য-১ সাইফুল ইসলাম (খোলাকাগজ), কার্যকরী সদস্য-২ রাব্বী হাসান সবুজ (দৈনিক যুগান্তর), কার্যকরী সদস্য-৩ গোলাম মূর্তজা (রংপুর টাইমস)।


প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা দায়িত্ব পালন করেন। এতে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


সভাপতি পদে দুই প্রার্থী নির্বাচিত হওয়ায় এইচ. এম নুর আলমকে বছরের প্রথম ৬ মাস এবং নুর ইসলাম সংগ্রামকে শেষ ৬ মাসেরজন্য সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশন।


এদিকে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল, প্রগতিশীল শিক্ষক সমাজ, , অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিতর্ক চর্চা কেন্দ্র, প্রক্টর আবু কালাম মো: ফরিদ উল ইসলাম, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ আরো অনেকে।


ইসমাইল রিফাত

মন্তব্য করুন