• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জুলাই গণহত্যার দ্রুত বিচারের রূপরেখা প্রণয়নের আহ্বান শিবির সভাপতির * বাংলাদেশিদের বের করে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি সভাপতির! * উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বশির, ফারুকী ও মাহফুজ * বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি * ‘আল্লাহ্ তুমি দুনিয়াতেই বিচার করো, তার যেন কবর না হয়’ * রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলক * ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে ধরিয়ে দিন: সাদিক কায়েম * শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ * মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা ইউক্রেনের * ক্যাম্পাস রাজনীতিতে কেন আলোচিত ছাত্রশিবির

ভোট নিয়ে শঙ্কা থাকলেও বর্জন করবো না প্রতিবাদ করবো : বাবলা

news

নাম - ছবি : সংগ্রহীত


এনএনবিডি ডেস্ক: বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের কাওছার জামান বাবলা বলেছেন, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ায় আগেও বলেছি এখনও বলছি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে আমাদের শঙ্কা আছে। তবে আমরা ভোট বর্জন করবো না। মাঠে থেকে ভোট ডাকাতির চিত্র দেশবাসিকে দেখিয়ে এর প্রতিবাদ জানাবো।

তিনি সকাল সোয়া ৯টায় ২৯নং ওয়ার্ডের দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের একথা বলেন। এসময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মিজু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি রইচ আহমেদ প্রমুখ।

বাবলা বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা না হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ধানের শীষের এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবুও ভোটাররা নিরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয় করবে। তবে সকাল সোয়া ৯টা পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৬৪ নম্বর দেওয়ানটুলি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ১ হাজার ৮৩০ জন।

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপির প্রধান এজেন্টের
১৫ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলাম মিজু।

তিনি দুপুর সাড়ে ১২টায় বলেন, ১৫নং ওয়ার্ডের ফতেহপুর ভুরারঘাট কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয। পরে আমরা সেখানে গিয়ে প্রিজাইটিং অফিসারকে বলে আবারও এজেন্ট রিপলেস করি।

তিনি বলেন, এভাবে বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে প্রশাসন কাউকে বিজয়ী করার জন্য বিএনপির এজেন্টদের বের করে দেয়া হলেও ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, যেভাবে আমাদের এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাতে মনে হচ্ছে, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন