নাম - ছবি : সংগ্রহীত
রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন কামরুজ্জামান চৌধুরী। তিনি ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যানসিয়াল এনালিষ্ট (সিনিয়র অফিসার) হিসাবে যোগদান করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি সোনালী ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট, শাখা ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান হিসাবে ব্যাংকিং কর্মকান্ড পরিচালনা করেন। এছাড়াও তিনি প্রধান কার্যালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিভিশন পরিচালনা করেন।
কামরুজ্জামান চৌধুরী ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সোনালী ব্যাংক প্রতিনিধি (ফাস্ট সেক্রেটারী ) হিসাবে সেখানকার প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স পাঠানোর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্টে বি কম অনার্স ও এমকম ডিগ্রী অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। সৌদি আরব, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই, মালয়েশিয়া এবং কাতারসহ বিভিন্ন দেশে ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন ও ভ্রমণ করেছেন
এনএনবিডি ডেস্ক
মন্তব্য করুন