রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
নাম - ছবি : সংগ্রহীত
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। রোববার দুপুর সোয়া ১টায় তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে।
দুপুর আড়াইটায় তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের পৌঁছেন। এসময় বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সাথে আলাপ করেন তিনি। এসময় তাদের স্বাস্থ্য, চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শুনেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আসছেন ফার্স্ট লেডি ইরিয়ান জোকো উইদোদোসহ একাধিক মন্ত্রী।
সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী, জাতিসংঘের শরণাথী বিষয়ক হাই কমিশন, আন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম‘র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধি
মন্তব্য করুন