ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মানববন্ধনে ২৯ ও ৩০ তারিখে ১১টা হতে ১২টা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছেন তারা। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধনে ক্লাস বর্জনের ঘোষনা দয়া হয়।
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. অলীউল্ল্যার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, অধ্যাপক ড. ইমতিয়াজুল ইসলাম, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলাম, অধ্যাপক ড. ইদ্রিশ আলী, শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ড. তরিকুল ইসলাম, বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘ ভিসির উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বেও শিক্ষকদের উপর হামলা হয়েছে কিন্তু বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দ্রুত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে ২৯ ও ৩০ জানুয়ারী বেলা ১১ টা হতে ১২ পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষনা দেন তিনি।
মন্তব্য করুন