সংবিধানের সপ্তদশ সংশোধনী আসছে
নাম - ছবি : সংগ্রহীত
সংবিধানের সপ্তদশ সংশোধনীর খসড়া প্রস্তুত করা হয়েছে। আইন মন্ত্রণালয় এরইমধ্যে তা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে।
আগামীকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদনের জন্য উপস্থাপনা করা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন ২০১৮ খসড়ায় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে।
তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
গত বছরের ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৬ সালের ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি তুলে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ৯৬ অনুচ্ছেদে পরিবর্তন এনে বিচারকের অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, যেটি ১৯৭২ সালের সংবিধানেও ছিল।
স্টাফ রিপোর্টার
মন্তব্য করুন