• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জুলাই গণহত্যার দ্রুত বিচারের রূপরেখা প্রণয়নের আহ্বান শিবির সভাপতির * বাংলাদেশিদের বের করে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি সভাপতির! * উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বশির, ফারুকী ও মাহফুজ * বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি * ‘আল্লাহ্ তুমি দুনিয়াতেই বিচার করো, তার যেন কবর না হয়’ * রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলক * ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে ধরিয়ে দিন: সাদিক কায়েম * শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ * মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা ইউক্রেনের * ক্যাম্পাস রাজনীতিতে কেন আলোচিত ছাত্রশিবির

সিরিয়ায় মধ্য আকাশে মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান

news

নাম - ছবি : সংগ্রহীত


আন্তর্জাতিক ডেস্ক:  আইএস বিরোধী যুদ্ধে মোতায়েন দুটি রুশ যুদ্ধবিমানকে রুখে দিল মার্কিন জেট।সিরিয়ায় মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত আকাশ সীমায় রুশ যুদ্ধবিমান প্রবেশ করলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচাতেই কোনোক্রমে ওই এলাকা থেকে সরানো হয় রাশিয়ার দুটি যুদ্ধবিমানকে। গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, পেন্টাগনের মুখপাত্র এরিক পাহোন।

পেন্টাগনের রিপোর্টে জানা গেছে, মার্কিন এয়ার ফোর্সের এফ-২২ র‍্যাপ্টর স্টিলথ ফাইটার র‍্যাডার ও ইনফ্রারেডের মাধ্যমে রুশ যুদ্ধবিমান সু-২৫এসকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য সিগন্যাল দেয়। এমনকি মাঝ আকাশে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পাইলটকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। সিরিয়ার আকাশে ইউফ্রেটিস নদীর কাছে আলবু কামালে এই ঘটনা ঘটে। পাহোন জানিয়েছেন, আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সময় এই ঘটনা ঘটে।

তিনি আরো জানান, সংঘর্ষের হাত থেকে রক্ষা পেতে নানা ধরনের রণকৌশলের সাহায্য নেয় মার্কিন ফাইটার এফ-২২এস. এয়ারস্পেস থেকে সরে যাওয়ার জন্য একাধিকবার ইঙ্গিত দিতে হয়। রুশ যুদ্ধবিমানের একেবারে কাছাকাছি গিয়ে ইঙ্গিত দিতে হয়। এমার্জেন্সি চ্যানেলের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় রাশিয়ান পাইলটদের সঙ্গে। বোঝানো হয় যে তাদের এলাকা ছাড়তে হবে। নদীর পশ্চিম দিকে যাওয়ার ঠিক ৪০ মিনিট আগে এই ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে হটলাইনে রাশিয়ার অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আমেরিকা। আতঙ্কিত না হওয়ার বার্তা দেন মার্কিন অফিসারেরা।

পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের শুরুতে রাশিয়া এই শর্তে রাজি হয় যে তাদের বিমানবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকে থাকবে, আর আমেরিকা থাকবে পূর্বদিকের আকাশে। পাহোন জানিয়েছেন, এই চুক্তির পর রাশিয়া দিনে অন্তত ৬ থেকে ৮ বার আমেরিকার জন্য নির্ধারিত এয়ারস্পেসে চলে আসে।

যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই আলবু কামাল ছিল আইএসের শেষ শক্ত ঘাঁটি। গত মাসে সেনাবাহিনী ওই এলাকার দখল নিতে সমর্থ হয়েছে।


অনলাইন ডেস্ক

মন্তব্য করুন