সিলেটে পাথর তুলতে গিয়ে ২ শ্রমিক নিহত, আহত ৩
নাম - ছবি : সংগ্রহীত
সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে রাতের আঁধারে অবৈধভাবে পাথর উত্তোলনকালে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও একই এলাকার হযরত আলীর ছেলে মতিবুর (৩২)।
এ ঘটনায় আহত হয়েছেন রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী (৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলিপ নাথ জানান, দুইজনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে মাটিচাপায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। দুর্ঘটনাকবলিত গর্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আজমদের মালিকানাধীন বলে জানা গেছে।
সিলেট প্রতিনিধি
মন্তব্য করুন