• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে : যশোরে সেনাপ্রধান * জলবায়ুর ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার * ৭১ পূর্ববর্তী সম্মান ফিরে পেতে শেখ পরিবারকে ক্ষমা চাইতে হবে: মাহফুজ * জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার * সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৩ দিনের রিমান্ডে * ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা * খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের ইন্তিকাল * জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে: মির্জা ফখরুল * নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস * বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সেতুর পেট্রোল ম্যান মাসুদের বিচক্ষণতায় অল্পের জন্য রক্ষা পেল চালকসহ ট্রাক

news

নাম - ছবি : সংগ্রহীত


আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে ॥ সকাল ৯টা ২০ মিনিট। বঙ্গবন্ধু সেতুপুর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকার ৬ নং ব্রিজের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উল্টে পড়ে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস উত্তরবঙ্গ যাচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে বঙ্গবন্ধু সেতুতে কর্মরত পেট্রোলম্যান খন্দকার মাসুদ নিজের পরিহিত জামা খুলে ট্রেনের চালকের দৃষ্টি আর্কষণ করে ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের হাত থেকে রক্ষা করেন।

স্থানীয়রা জানান, ট্রাকটি দূর্ঘটনায় কবলিত হয়ে ট্রেন লাইনের উপর উঠে যায়। এসময় ট্রেনও খুবদ্রুত বঙ্গবন্ধুসেতুপূর্ব দিকে যাচ্ছিল। এসময় সেতুতে কমর্রত পেট্রোলম্যান মাসুদ এগিয়ে এসে পরিহিত গায়ের জামা খুলে ট্রেন থামান। এসময় ট্রাকের চালকও গাড়িতে ছিল।

দূর্ঘটনার হাত থেকে বাঁচানো বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলে কমর্রত পেট্রোলম্যান খন্দকার মাসুদ জানান, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উঠে যায়। এসময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেন একই রেললাইনে দিয়ে আসছে। এটা দেখে গাড়ি থেকে নেমে গায়ের জামা খুলে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করলে ট্রেন থেমে যায়। পরে আধাঘন্টা পর ট্রাকটি উদ্ধার করে সরিয়ে নিলে পুনরায় ট্রেনটি উত্তরবঙ্গের দিকে চলে যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে

মন্তব্য করুন