• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা * ১০ এপ্রিল থেকেই এসএসসি পরীক্ষা, পেছানোর সুযোগ নেই * যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বিশ্ব নেতাদের ক্ষোভ * তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিলেন ড. ইউনূস * ভূরাজনীতিতে মুখোমুখি বাংলাদেশ-ভারত যে বিষয়ে এক কাতারে * ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস * যান্ত্রিক ত্রুটিতে ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রশিক্ষণরত পাইলট নিহত * ইরানের পরমাণু আলোচনা ব্যর্থ হলে সংঘাত ‘প্রায় অনিবার্য’: ফ্রান্স * ইউনূস-মো‌দি বৈঠক কাল * ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে: সেলিম উদ্দিন

১৫ রানে অলআউট, সর্বনিম্ন সংগ্রহের বিশ্বরেকর্ড

news-details

ছবি-সংগৃহীত


অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ড্যানিয়েল স্যামসের মতো বিশ্বখ্যাত টি-টোয়েন্টি ব্যাটারদের নিয়ে গড়া দল সিডনি থান্ডার পড়লো ইতিহাসের সবচেয়ে বড় লজ্জায়। মাত্র ১৫ রানেই অলআউট হয়ে গেলো অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগের দলটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড এটিই। বিগ ব্যাশে শুক্রবার (১৬ ডিসেম্বর) অ্যাডিলেইড স্টাইকার্সের বিপক্ষে রান তাড়া করতে নেমে এমন বিব্রতকর অভিজ্ঞতা মুখে পড়ে আলেক্স হেলস, রাইলি রুশোর দল। ১৩৯ রান করা অ্যাডিলেইডের ম্যাচটি জিতেছে ১২৪ রানে।

সিডনি স্টেডিয়ামে অ্যাডিলেইডের স্ট্রাইকার আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৩৯ রান তোলে। জবাবে মাত্র ৫.৫ ওভারে আগার ও হেরি থরটনের দারুণ বোলিংয়ে ১৫ রানেই অলআউট হয়ে যায় সিডনি। ইনিংসের তিন নম্বর বল থেকে শুরু হয় সিডনির আশা যাওয়ার মিছিল। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার এলেক্স হেলস ও ম্যাথিউ গিলকস দুজনেই রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন। তাদের মতো ক্রিস গ্রিন ও গুরিন্ধার সান্ধুও ফেরেন কোনও রান না করে। সর্বোচ্চ ৪ রান আসে ডগেটের ব্যাট থেকে। অভিজ্ঞ রাইলো রুশো খেলেন ৩ রানের ইনিংস।

স্ট্রাইকারের থরটন ২.৫ ওভার বল করে ৩ রান খরচ করে ৫ উইকেট নেন। এছাড়া ২ ওভারে ৬ রান দিয়ে আগার নেন চারটি উইকেট।

২০ ওভারের ক্রিকেটে এটাই সর্বনিম্ন স্কোর। এ আগে ২০১৯ সালে চেক রিপাবলিকের ২৭৮ রানের জবাবে ২১ রানে অলআউট হওয়ার বাজে অভিজ্ঞতা আছে তুরস্কের। বিগ ব্যাশের ইতিহাসেও এটি সর্বনিম্ন। ২০১৫ সালে মেলবোর্ন স্টার্সের ১৬৯ রানের জবাবে মেলবোর্ন রেনেগেডস করেছিল ৫৭ রান।


স্পোর্টস ডেস্ক:

মন্তব্য করুন