• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* চব্বিশের আন্দোলনে নায়ক খুঁজলে ছাত্রশিবির প্রথম সাড়িতে থাকবে: মঞ্জুরুল ইসলাম * জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে

বাসায় ফিরেছেন সাবিলা নূর

news-details

ফাইল ছবি


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখন আগের চেয়ে সুস্থ আছেন অভিনেত্রী। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় আনা হয়েছে সাবিলাকে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। বিষয়টি জানিয়েছেন সাবিলা নূরের মা মুশরাত জাহান করিম।  

তিনি জানান, “সাবিলার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে শারীরিক দুবর্লতা আছে।

সবার দোয়ায় সে সুস্থ হয়ে উঠছে। আশা করছি, শিগগিরই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সকলের কাছে দোয়া চাই।”

সাবিলা নূরের স্বামী নেহাল তাহের বলেন, “রক্ত পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ থাকায় সাবিলাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

 সাবিলার জ্বর এখন অনেক কম। সাবিলার অবস্থার উন্নতি হওয়ায় বাসায় আনা হয়েছে। চিকিৎসকরা ওর নিয়মিত খোঁজ নিয়েছেন।”

এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থতার বিষয়টি সামাজিক মাধ্যমে জানান সাবিলা নূর। হাতে ক্যানুলা লাগানো একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে সাবিলা নূরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার মা মুশরাত। তিনি বলেন, ‘সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসায়ই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতালে ভর্তি করাই।”

বর্তমানে বাসায় চিকিৎসা চলছে অভিনেত্রীর।


এনএনবিডি, ঢাকা

মন্তব্য করুন