সংগৃহীত ছবি
দীর্ঘ ৫২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকরা।
আজ সোমবার বিকেলেই সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর আগে দুপুর সোয়া ২টার দিকে টিএনজেড গ্রুপের আন্দোলনকারী শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
এদিকে, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়ার পর যান চলাচল শুরু হয়েছে। তবে এখনো যানজট অব্যাহত আছে।
শ্রম অধিদফতরের পরিদর্শক মো: জালাল উদ্দিন জানান, ‘আজ সকাল থেকেই টিএনজেড কারখানায় স্থানীয় প্রশাসনের সাথে আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সমঝোতা বৈঠক চলছিল। অবশেষে চূড়ান্ত ফয়সালার জন্য শ্রমিক ও মালিকপক্ষকে সচিবালয়ে ডাকা হয়। আন্দোলনরত শ্রমিকদেরকে মাইকে অনলাইনের মাধ্যমে শ্রম সচিবের সাথে যুক্ত করা হয়। অবশেষে শ্রম সচিবের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।’
এনএনবিডি ডেস্ক
মন্তব্য করুন