• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
ব্রেকিং নিউজ
সর্বশেষ নিউজ
* দ্রুত ডাকসু নির্বাচন চান ৯৬ শতাংশ শিক্ষার্থী:পরামর্শক কমিটির জরীপ * পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়, নিহত ৬ * ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক শুরু * রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা * রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫ * সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে * সমালোচনা কখনো অসভ্য ভাষায় হওয়া উচিত নয়: রেজাউল করিম * পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ * ভুলে নিজ দেশের স্থাপনায় বিমান হামলা চালালো ভারত * হৃদয়কে আবারও শাস্তি দেওয়ায় তামিমের ক্ষোভ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

news-details

ফাইল ছবি


গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

তার জুনিয়র আইনজীবী শিশির মনির রোববার তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানিয়ে বলেন, ‘‘ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য দোয়া চাই।’’

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এর পর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরেন।

৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি হওয়ার পাঁচদিনের মাথায় ২০১৩ সালের ১৭ ডিসেম্বর তিনি দেশ ছাড়েন।

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের জন্ম ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। বিএ (অনার্স) ও এম এ ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সা‌লে তি‌নি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যা‌রিস্টার ডিগ্রি অর্জন ক‌রেন। ১৯৮৫ সা‌লের নভেম্বর পর্যন্ত তিনি লন্ড‌নেই আইন পেশায় নিয়োজিত ছি‌লেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯০ সালে তিনি দ্য ল’ কাউন্সেল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন।

ব্যা‌রিস্টার রাজ্জাকের দুই ছে‌লে ও এক মে‌য়ে রয়েছে। দুই ছেলেও ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনা করছেন।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন