• 04:26:33 PM

  • রবিবার, ৬ এপ্রিল ২০২৫ |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু কাল * বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলা * বিএনপিকে বৈঠকে কী বলেছে হেফাজত * ইসরাইল বিরোধী বিক্ষোভকে স্মরণকালের সর্ববৃহৎ গণবিক্ষোভে পরিণত করার আহ্বান * ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত * বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক * শুল্ক ইস্যুতে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস * দল-মতের ঊর্দ্ধে উঠে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে : মিয়া গোলাম পরওয়ার * রেমিট্যান্সে নতুন রেকর্ড: মার্চে এসেছে ৩২৯ কোটি ডলার * ওয়াকফ বিলের মাধ্যমে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে: বিএনপি

বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

news-details

ফাইল ছবি


টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

টাইগারদের বিপক্ষে এই সিরিজে সিকান্দার রাজা অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তিনিসহ অভিজ্ঞদের নিয়েই শক্তিশালী দল গড়েছে জিম্বাবুয়ে।

ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন। এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। মূলত টপ-অর্ডারে ব্যাট করেন ২৬ বছর বয়সী বাঁ-হাতি এই ব্যাটার। সেই সঙ্গে লেগ স্পিনটাও নিয়মিত করেন জোনাথন।

আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। এরপর আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।

সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

জিম্বাবুয়ে স্কোয়াড : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন