• 04:18:39 AM

  • সোমবার, ৭ এপ্রিল ২০২৫ |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রা সংঘর্ষ, নিহত ৩ * ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৪ * ‘আমি একটি সংখ্যা নই, আমি গাজার একটি বাস্তব গল্প’ * হানাদারদের বোমাবর্ষণে শহীদ আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি * চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু কাল * বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলা * বিএনপিকে বৈঠকে কী বলেছে হেফাজত * ইসরাইল বিরোধী বিক্ষোভকে স্মরণকালের সর্ববৃহৎ গণবিক্ষোভে পরিণত করার আহ্বান * ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত * বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক

এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

news-details

সংগৃহীত


চলতি বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। চলতি মার্চ মাসের নির্ধারিত দামই থাকছে এ মাসে।

এর আগে ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম জানুয়ারির তুলনায় লিটারে এক টাকা বেড়েছিল।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.০০ টাকা, কেরোসিন ১০৫.০০ টাকা, অকটেন ১২৬.০০ টাকা এবং পেট্রল ১২২.০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। ১ এপ্রিল হতে এ মূল্য কার্যকর হবে।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন