ছবি: সংগৃহীত
এবার রাশিয়ার রাজধানী মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালালো ইউক্রেন। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। স্থানীয় সময় রবিবার এ হামলার পর শহরের তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রবিবার তিন ঘণ্টায় পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। রুশ ভূখণ্ডে বিমানের মতো ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি বিমানবন্দর থেকে অন্তত ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মস্কো অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কমপক্ষে ২১ মিলিয়ন জনসংখ্যার মস্কো এবং এর আশেপাশের অঞ্চলটি ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি।
এদিকে, রাশিয়াও রাতভর রেকর্ড ১৪৫টি ড্রোন উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৬২টি ভূপাতিত করেছে। তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র : রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক:
মন্তব্য করুন