• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯ * সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে? * রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ * পদত্যাগ করতে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম * ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ * জামায়াত আমিরের সাথে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ * পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা * মাহফুজ আনামের কাছে প্রশ্ন: হাসিনা-মুজিবের দুঃশাসনের পার্থক্য কোথায়? * ইরানকে গোপন তথ্য দেয়ায় ৭ ইসরাইলি আটক * নিরাপত্তার স্বার্থে এখনই শীর্ষ নেতার নাম ঘোষণা করছে না হামাস

জামায়াত-শিবির নিষিদ্ধ করায় লন্ডনে প্রতিবাদ

news-details

ছবি :আমিনুল ইসলাম মুকুল


যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন কোয়ালিশন ফর পিস এন্ড জাস্টিস ইন বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও নির্যাতন চালিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ইন্টারনেট বন্ধ করে জরুরী অবস্থা জারির মাধ্যমে গুম, খুন, গণগ্রেফতার ও নির্যাতনের প্রমাণ গায়েব করার চেষ্টা করেছে। কিন্তু জাতিসংঘসহ সারাবিশ্বে তাদের মুখোঁশ উন্মোচিত হয়েছে। সরকারের পদত্যাগ দাবিতে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ তখন জনগণের আন্দোলনকে ভিন্নদিকে নেয়ার হীন উদ্দেশ্যেই গণতান্ত্রিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বৈরাচারী সরকার। মুক্তিকামী জনগণ সরকারের এসব অগণতান্ত্রিক কার্যক্রম ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আওয়ামীলীগের পাতা ফাঁদে পা না দিয়ে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। 

আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক শামসুল আলম গোলাপ ও সিলেট মহানগরীর সভাপতি শাহরিয়ার আলম শিপার এর যৌথ পরিচালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর আহমেদ, টাওয়ার হ্যামলেটের সাবেক ডিপুটি মেয়র ওহিদ আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান ও শিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি আবদুল্লাহ আল মুনিম। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন প্যালেস্টাইন ক্যাম্পেনার সোডালিস্ট পার্টির সিলা ম্যাঙ্ক্রো, স্ট্যান্ড আপ টু রেসিসম এর আহবায়ক শেইলা মাকগ্রেগর, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মুজিব, ইউনিভারসেল ভয়েস ফর হিউম্যান রাইটস এর উপদেষ্টা আব্দুল আলী, সভাপতি জাকের আহমেদ চৌধুরী, স্ট্যান্ড ফর বাংলাদেশের সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নুল আবেদীন, সহসভাপতি দেলোয়ার হোসেন, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মাহবুব আলী খানসূর, রাইটস অব দ্যা পিপলের সেক্রেটারি ফয়েজ আহমেদ, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহসেক্রেটারি রায়হান আহমেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, খায়রুজ্জামান শিপন, ওলামা দল সভাপতি শামীম আহমেদ, সংগীত শিল্পী রায়হান চৌধুরী, মানবাধিকার কর্মী শাহিন আলম, শাহজালাল চৌধুরী, জামাল উদ্দিন, আহমদ আলী, নিজামুদ্দিন, বদরুল আলম, আব্দুর রশিদ প্রমুখ।


আমিনুল ইসলাম মুকুল, লন্ডন থেকে

মন্তব্য করুন