• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান * ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

পদ্মা সেতুর টোলপ্লাজায় সড়ক দুর্ঘটনায় ৪ তরুণ নিহত

news-details

সংগৃহীত ছবি


শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার তরুণ নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৮) ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯)।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল দুইটিতে থাকা চার তরুণ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে পুলিশ।’


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন