• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের ইন্তিকাল * জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে: মির্জা ফখরুল * নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস * বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ * হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত * তিনদিনের মধ্যে এনআইডি সার্ভারে নাগরিকের তথ্য আপলোডের নির্দেশ * পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি * যে কারণে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ * সাবেক মেয়র আতিকুল ইসলাম আবারও ৫ দিনের রিমান্ডে * আদানির সঙ্গে সব বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পদ্মা সেতুর টোলপ্লাজায় সড়ক দুর্ঘটনায় ৪ তরুণ নিহত

news-details

সংগৃহীত ছবি


শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার তরুণ নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৮) ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯)।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল দুইটিতে থাকা চার তরুণ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে পুলিশ।’


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন