ছবি: সংগৃহীত
জয়ের খুব কাছে গিয়েও প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফেরায় মোহাম্মদ রিজওয়ানের দল। তাই দু'দলের জন্যই সিরিজের শেষ ম্যাচ ছিল অলিখিত ফাইনাল। এমন ম্যাচে অজিদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
একইসঙ্গে অস্ট্রেলিয়ায় ২২ বছর পর তারা ওয়ানডে সিরিজ জিতল। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ ২০০২ সালে জিতেছিল পাকিস্তান। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের অপেক্ষা করতে হলো ২২ বছর।
রোববার (১০ নভেম্বর) পার্থে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক রিজওয়ান। ব্যাট করতে নেমে শুরু থেকেই পাক পেসারদের তোপে ধুঁকতে থাকে অজি ব্যাটাররা।
নাসিম শাহ ও শাহিন আফ্রিদির তোপে ৩১ ওভার ৫ বলে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে শেন অ্যাবোর্ট করেন সর্বোচ্চ ৪১ বলে ৩০ রান। এছাড়া ম্যাথুউ শর্ট করেন ৩০ বলে ২২ রান। পাকিস্তানের পক্ষে নাসিম ও শাহিন নেন ৩টি করে উইকেট।
১৪১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার সায়েম আয়ুব ও আব্দুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে ৮৪ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় পাকিস্তান। শফিক ৫৩ বলে ৩৭ ও আয়ুব ৫২ বলে ৪২ রান করেন। তাদের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন বাবর আজম ও অধিনায়ক রিজওয়ান। ১৩৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন তারা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।
স্পোর্টস ডেস্ক
মন্তব্য করুন