• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস * যান্ত্রিক ত্রুটিতে ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রশিক্ষণরত পাইলট নিহত * ইরানের পরমাণু আলোচনা ব্যর্থ হলে সংঘাত ‘প্রায় অনিবার্য’: ফ্রান্স * ইউনূস-মো‌দি বৈঠক কাল * ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে: সেলিম উদ্দিন * দুর্নীতির অভিযোগের জবাব দিতে প্রস্তুত আমার আইনজীবি: টিউলিপ * রাজধানীসহ সিরিয়ার দুই শহরে দফায় দফায় ইসরায়েলের হামলা * অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা * বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করছে: প্রেস সচিব * সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীতে জামায়াতের নিন্দা

৩২ শহীদ পরিবারের সাথে আমীরে জামায়াতের ঈদ উদযাপন

news-details

সংগৃহীত


ঈদুল ফিতরের দিন সকাল ৭ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে মুহতারাম আমীরে জামায়াত ৩২ টি শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন। ঈদের নামাজ শেষে প্রথমে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ অফিসে আসেন। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ, জনশক্তি ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে রমনায় শহীদ ফারহান ফাইয়াজের পরিবারে যান। পরিবারের লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  

পরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লগি-বইঠা দিয়ে নৃশংস হামলায় শাহাদাত বরণকারী সবুজবাগের হাফেজ গোলাম কিবরিয়া শিপন ও শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের পরিবারে যান আমীরে জামায়াত। সেখান থেকে যান

গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান আনাস ,শহীদ জুনায়েদ, শহীদ ইসমাইল হোসেন রাব্বির বাসায় গিয়ে খোঁজ খবর নেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ‌। এখান থেকে কুতুবখালীর শহীদ আসলাম, শহীদ শাকিল, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জাহাঙ্গীর আলম, শহীদ আওয়াল মিয়া ও শহীদ জিহাদ হোসেনের বাসায় যান আমীরে জামায়াত।  

এরপর কাজলায় শহীদ নাঈম হাওলাদার, শহীদ নাসির হোসেন, শহীদ জসিম উদ্দিন ও শহীদ আরিফের বাসায় যান আমীরে জামায়াত। তারপর যাত্রাবাড়ী ৩ নং স্পটে শহীদ রবিন মিয়া, শহীদ আহমদ আব্দুল্লাহ, শহীদ ইয়াসির সরকার, শহীদ জিহাদ, শহীদ আব্দুল হান্নান ও শহীদ ওয়াসিম শেখের পরিবারে এবং যাত্রাবাড়ী ৪ নং স্পট শহীদ নূর হোসেন, শহীদ জাহাঙ্গীর খা, শহীদ রানা, শহীদ মিসেস শাহিনুর বেগম ও শহীদ ইমন গাজীর পরিবারে যান আমীরে জামায়াত।  

পরে যাত্রাবাড়ী পূর্ব  থানার হাজী বাদশা মিয়া ৮ নং রোডের শহীদ ইব্রাহিমের বাসায় সমেবেত শহীদ মিরাজ হোসেন, শহীদ রাকিব ও শহীদ মাসুদের পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

প্রতিটি শহীদ পরিবারের দুঃখ-কষ্ট, হাসি-কান্নার অংশীদার হতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন। আমীরে জামায়াতের পক্ষ হতে ঈদের আগের দিন উপরোক্ত প্রতিটি পরিবারের জন্য বিভিন্ন ঈদ উপহার সামগ্রী পাঠানো হয় । 

শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপনে আমীরে জামায়াতের সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন ও অধ্যাপক ড. আবদুল মান্নান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ মহানগরীর নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা আমীর এবং সেক্রেটারীবৃন্দ।


প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন