• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* চব্বিশের আন্দোলনে নায়ক খুঁজলে ছাত্রশিবির প্রথম সাড়িতে থাকবে: মঞ্জুরুল ইসলাম * জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে

ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

news-details

সংগৃহীত ছবি


ভালো খেলেও প্রথম ম্যাচটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই আবার ঘুরে দাঁড়িয়েছে মোরসালিন-রাব্বিরা। মালদ্বীপকে হারিয়েছে ২-১ গোলে। এতে সিরিজে ফিরেছে ১-১ সমতা।

আজ শনিবার সন্ধ্যায় ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষটিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। 

এই ম্যাচেও যেন আগের ম্যাচের যেন পুনরাবৃত্তি ঘটে। ম্যাচের ২৩তম মিনিটেই নিজেদের ভুলে গোল হজম করে বসে স্বাগতিকরা। ভুল পাসে তপু বল তুলে দেন মাহাদির পায়ে। তার থ্রু পাস ধরে সাদউদ্দিন ও তপুর মাঝের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন ফাসির।

তাতে সমর্থকদের মনে বাসা বাঁধে শঙ্কা, আগের ম্যাচের স্মৃতি যেন ঘুরপাক খাচ্ছিলো মনে। এর মাঝে ৪০তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ফেরান গোলরক্ষক। ফিরতি বলে ফাঁকায় পেলেও শেখ মোরসালিন সুবিধা করতে পারেননি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তিন মিনিট পর সমতায় ফেরে বাংলাদেশ। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে শট নেন মজিবুর রহমান জনি। ঝাঁপিয়ে পড়েও গোলরক্ষক রক্ষা করতে পারেননি মালদ্বীপকে।

সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে শট নেন রাকিব। তবে লাফিয়ে আঙুলের টোকায় ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন গোলরক্ষক।

৮৪তম মিনিটে গোলের সবর্ণ সুযোগ নষ্ট করেন পিয়াস। ইমনের দূরপাল্লার শট গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে যায়, কিন্তু সামনে থাকা পিয়াসের শট অভাবনীয়ভাবে পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। হতাশ হয় বাংলাদেশ।

একটা সময় যখন মনে হচ্ছিল হয়তো সান্ত্বনার ড্র নিয়েই ম্যাচ শেষ করছে বাংলাদেশ, তখনই আসে মাহেন্দ্রক্ষণ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইমনের ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে জয়সূচক গোলটি করেন বদলি নামা পাপন।

তাতে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর বিপদ না হলে জয় নিয়েই ম্যাচ শেষ করে তপু বর্মণের দল। সেই সাথে জয় দিয়েই শেষ হলো বাংলাদেশের ফুটবল বছর।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন