• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান বাণিজ্য উপদেষ্টার * আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ * ওরা বাংলাদেশকে ‘শেখের দেশ’ বানাতে চেয়েছিল : রিজভী * ঢাবির রাজনীতিবিষয়ক কমিটির কার্যক্রম শুরু * ফার্মগেটে মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট * লাইসেন্সের দাবিতে রবিবার বিক্ষোভ করবে রিকশা-ভ্যান, ইজিবাইক শ্রমিকরা * অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ * এক বছরের মধ্যে ৬১.১% মানুষ নির্বাচন চান, সব সংস্কার শেষে ৬৫.৯%: জরিপ * চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড পেল অ্যাবকা * রোববার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আদানির সাথে আ’লীগ সরকারের করা চুক্তি পর্যালোচনার নির্দেশ

news-details

ফাইল ছবি


ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৩ নভেম্বর আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এরও আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছিল, অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল করতে হবে। তিন দিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেয়ার জন্যও নোটিশে আহ্বান জানানো হয়েছিল।

নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিন সময় বেঁধে দেয়া হয়। ওই নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এ রিট আবেদনটি করা হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সাথে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সাথে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন