• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জামায়াত নেতা আজহারের রিভিউ আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান

রাজশাহী মেডিকেলে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটুনি

news-details

ছবি: সংগৃহীত


রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রলীগের এক কর্মীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটক থেকে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

ওই পরীক্ষার্থীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি পাবনা সদরের চাকপাইলানপুরের বাসিন্দা এবং রংপুর মেডিকেল কলেজের ছাত্র। সেখান থেকে প্রফেশনাল (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহীতে আসেন। এর আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তিনি। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিতি 

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে কলেজটির ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন শিহাব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে প্রফেশনাল পরীক্ষা দিতে আজ রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকে তাঁকে দেখে চিনে ফেলেন সেখানকার কিছু শিক্ষার্থী। সেখানে থেকে তাঁকে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে বলে জানান রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম। তিনি জানান, সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন