• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জুলাই গণহত্যার দ্রুত বিচারের রূপরেখা প্রণয়নের আহ্বান শিবির সভাপতির * বাংলাদেশিদের বের করে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি সভাপতির! * উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বশির, ফারুকী ও মাহফুজ * বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি * ‘আল্লাহ্ তুমি দুনিয়াতেই বিচার করো, তার যেন কবর না হয়’ * রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলক * ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে ধরিয়ে দিন: সাদিক কায়েম * শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ * মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা ইউক্রেনের * ক্যাম্পাস রাজনীতিতে কেন আলোচিত ছাত্রশিবির

আনিসুল-সালমান-পলক-মানিক-মামুন নতুন মামলায় গ্রেফতার

news-details

সংগৃহীত ছবি


সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন মামলায়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিন মামলায়, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ছয় মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে আনা হয়। এরপর রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলার একাধিক মামলায় তাদের বিভিন্ন জনকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। একই থানার পৃথক দুই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়া বাড্ডা থানার দুটি ও খিলগাঁও থানার এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে সাবেক বিচারপতি মানিককে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুনানি শেষে তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের জিআর শাখার পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন