ছবি: সংগৃহীত
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মেজর (অব.) শাহজাহান ওমররের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় গেলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শাহজাহান ওমরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাঁকে গ্রেফতারের দাবিতে ছাত্রদল ও যুবদল বিক্ষোভ মিছিল করেছে।
এর আগে গতকাল ২০ নভেম্বর সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলার ঘটনা ঘটে। ইটপাটকেলে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়।
উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।
এনএনবিডি ডেস্ক
মন্তব্য করুন