• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* বাংলাদেশে ‘সন্ত্রাসী হামলার’ আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য * আবারও সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন * দৃষ্টিহীন ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন * প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় মির্জা ফখরুলসহ ৮৩ জনকে অব্যাহতি * বিরোধী দলের তৎপরতার মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল * রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি * ভারতের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ প্রকাশ্যে আনার দাবি হাসনাতের * সিলেটের ৩ বন্দর-স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ * মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত

বেপরোয়া মাইক্রোবাস কেড়ে নিল ৪ শিশুর প্রাণ

news-details

প্রতীকী ছবি


কুষ্টিয়ার খোকসা উপজেলায় বেপরোয়া মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। বাকি একজনের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুদস জানান, রোববার সকালে ৭টার দিকে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিন মেয়ে শিশু মারা গেছে। 

এদিকে এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন