• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪ * ইউনূসকে নিয়ে অযথাই শঙ্কায় নয়াদিল্লি * ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানবে না ছাত্রদল * জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার * তোফাজ্জল হত্যার দায় স্বীকার করে ৬ ঢাবি শিক্ষার্থীর জবানবন্দি * যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জামায়াতকে প্রস্তুত থাকতে হবে : বুলবুল * ফ্যাসিবাদের দোসর অনেক সচিব নাশকতার চেষ্টা করছেন: রিজভী * তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ সেনাবাহিনীর * চেন্নাই টেষ্টে দ্বিতীয় দিনে ১৭ উইকেটের পতন, ব্যাকফুটে বাংলাদেশ * পুলিশের সাবেক ডিসি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার

news-details

সংগৃহীত ছবি


রাজধানীর ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, চাঁদপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক ছাত্র হত্যার আসামী। তার বিরুদ্ধে শিক্ষার্থী-জনতা হত্যার পাশাপাশি সমিতির বিপুল পরিমাণ টাকা আত্মসাতেরও অভিযোগ তুলেছেন তারা। 

এসময় জি এম আতিকসহ আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। গত বৃহস্পতিবার প্রথম দফায় শিক্ষার্থীরা আসে সমিতির অভিযুক্ত চারজনকে বরখাস্ত করার জন্য। সেসময় তিনদিনের সময় বেঁধে দেওয়া হয়। এরপর শনিবার বিকেল ৫টায় একটি বৈঠক হওয়ার কথা ছিল। 

তবে এর আগেই সমিতির অফিস ব্যবস্থাপক তালা দিয়ে লিফট বন্ধ করে চলে যান। কমিটির কেউ না আসায় অপেক্ষা করতে থাকেন শিক্ষার্থীরা।

এরমাঝে খবর আসে সমিতির ম্যানেজার থানায় গিয়ে অভিযোগ করেছেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে শাহজাহানপুর থানা থেকে পুলিশ এসে তাদের কথা শোনে এবং কোনোরকম বিশৃঙ্খলা না করে সমস্যা সমাধানের অনুরোধ করে। পরে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়ে ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। 

এসময় উপস্থিত থাকা ছাত্র সমন্বয়ক নাজমুল হাসান মজুমদার বলেন, আমরা শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার চাই এবং তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে দায়িত্ব হস্তান্তর করতে হবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক ফরহাদ হোসেন বলেন, আমরা কোনও বিশৃঙ্খলা চাই না। আমরা অবিলম্বে সকল অনিয়ম দূর করে বৈষম্যহীন একটি কমিটি চাই, যারা চাঁদপুরের শিক্ষার্থী এবং জনগণের পাশে থাকবে।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন