সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) ক্লাবের বার্ষিক কর্মশালায় এ কমিটির ঘোষণা করা হয়।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. জুনায়েত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক সাকেরুল ইসলাম, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা, কর্মশালা বিষয়ক সম্পাদক মো. শরীফুল ইসলাম, সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক সাফা খাতুন এবং বহিঃ যোগাযোগ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম।
নবগঠিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন নতুন কমিটি গঠন হয়েছে। আমাদের অনেক কাজ করতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার অংশগ্রহণ চাই।
বার্ষিক কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত :
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিভাগের ল্যাব রুমে প্রায় দুইশত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক জাতীয় বিতার্কিক ও অনুবাদক মুজাহিদ অনিক, যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক তাজনুর রহমান, সাবেক বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি রায়হান সবুজ এবং জবির বঙ্গমাতা বিতার্কিক পরিষদের সভাপতি শারমিন সুলতানা নিশি।
উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি মো. তাওহীদুল ইসলাম ও মো. নোমান বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক এবং ডিবেটিং ক্লাবের মডারেটর মেহেনাজ হক এবং কামনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, আজকের কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অনেক ভালো লাগছে। বিতর্ক আমাদের নতুন নতুন জ্ঞানের বিকাশ ঘটায়। আমাদের জ্ঞানকে শাণিত করে। এ ধরণের প্রোগ্রাম আরো বেশি হোক এটাই প্রত্যাশা।
জবি প্রতিনিধি
মন্তব্য করুন