• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি * জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে

ফেনীর সাড়ে ১২ হাজার বন্যাদুর্গত পেলেন চীনা দূতাবাসের ত্রাণ

news-details

ছবি: সংগৃহীত


চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীর বন্যাদুর্গত সাড়ে ১২ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার ও মাসিক ফুড প্যাক বিতরণ করা হয়েছে। জেলার সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, ছাগলনাইয়া এবং ফেনী সদর থানার অসহায় মানুষ এ সহায়তা পেয়েছেন। 

এরই অংশ হিসেবে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং অ্যাসোসিয়েশন  অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের (অ্যাবকা) উদ্যোগে   মঙ্গলবার ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তারের কাছে ১০০ পরিবারের জন্য খাবার হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০ পরিবারের ১১৫০ জন মানুষের জন্য মাসিক ফুড প্যাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এদিকে উপজেলার পাঠাননগর এলাকার বাথানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাসিক ফুড প্যাক বিতরণকালে উপস্থিত ছিলেন অ্যাবকার সাধারণ  সম্পাদক অধ্যাপক সাহাবুল হক, চীনা দূতাবাসের কালচারাল অ্যাটাসে সান কাং নিং-সহ অ্যালামনাই সদস্যরা।

উল্লেখ্য গত ২৫ আগস্ট থেকে চীনা দূতাবাস ও অ্যাবকার  উদ্যোগে ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার মানুষের মধ্যে রান্নাকরা খাবার সরবরাহ করা হয়েছে।  


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন