ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল কারেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসায় ইন্তেকাল করেন তিনি। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির। একইসাথে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, জামিয়া নূরিয়া ইসলামিয়ার পরিচালক এবং আম্বরশাহ শাহী জামে মসজিদের প্রধান খতিব হিসেবেও ব্যস্ত জীবন পার করেন।
তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুম এক স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে ইন্তেকাল করেন।
এনএনবিডি ডেস্ক
মন্তব্য করুন