• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯ * সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে? * রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ * পদত্যাগ করতে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম * ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ * জামায়াত আমিরের সাথে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ * পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা * মাহফুজ আনামের কাছে প্রশ্ন: হাসিনা-মুজিবের দুঃশাসনের পার্থক্য কোথায়? * ইরানকে গোপন তথ্য দেয়ায় ৭ ইসরাইলি আটক * নিরাপত্তার স্বার্থে এখনই শীর্ষ নেতার নাম ঘোষণা করছে না হামাস

প্রতিদিন সকালে কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা

news-details

সংগৃহীত ছবি


বাদাম ছোট-বড় সবারই পছন্দের। তবে কাঁচা বাদাম না ভাজা বাদাম, কোনটা বেশি উপকারী এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। তবে পুষ্টিবিদদের মতো কাঁচা বাদামের গুণের কোনো তুলনা হয় না। কাঁচা বাদামে ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা ৩, ফ্যাট, আয়রন ও ভিটামিন-ই রয়ছে।

নিয়মিত কাঁচা বাদাম খাওয়ার ফলে হাড় গঠনে বেশ উপকার পাওয়া যায়। এছাড়া ত্বকের বলিরেখা রোধ করে ত্বক ও চুল ভালো রাখে। এবার তাহলে কাঁচা বাদামের উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:

বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীরে অন্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। কাঁচা বাদাম নিয়মিত খাওয়ার ফলে হাড় শক্তিশালী হয়। এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ক্যানসারের আশঙ্কাও দূর করে থাকে। এতে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো বিভিন্ন উপাদান থাকে।

রক্তস্বল্পতার সমস্যা প্রতিরোধ:

নিয়মিত চিনা বাদাম খাওয়ার ফলে শরীরে আয়রনের ঘাটতি দূর হয়। এতে শরীরে রক্তের অভাব দূর হয় এবং রক্ত চলাচল ভালো হয়। যে কারণে রক্তস্বল্পতা প্রতিরোধ হয়। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ভিজে গেলে এর বৈশিষ্ট্য বৃদ্ধি পেয়ে থাকে। নিয়মিত খাওয়ার ফলে হজম প্রক্রিয়ায় ভালো হয়। এছাড়া চিনাবাদামে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম ইত্যাদির মতো নানা পুষ্টি উপাদান রয়েছে। পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খাওয়ার ফলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

ডায়াবেটিস থেকে মুক্তি:

প্রতিদিন ভেজানো চিনাবাদাম খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে। ভেজানো চিনাবাদাম খাওয়ার ফলে ডায়াবেটিসের মতো দুরারোগ্য রোগ প্রতিরোধ হয়ে থাকে। বিপরীতে সুগারের রোগীরা নিয়মিত সকালে পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনাবাদাম খেলে অনেক উপশম পাবেন।

ব্যথা থেকে মুক্তি:

শীতে গুড়ের সঙ্গে ভেজানো চিনাবাদাম খেলে শরীরের জয়েন্ট ও কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া পায়। এটি ক্যালসিয়াম সরবরাহ করে। এছাড়া যাদের বাতের সমস্যা রয়েছে তাদের জন্য অনেক উপকারী চিনাবাদাম। ভেজানো চিনাবাদাম খাওয়ার ফলে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। একই সঙ্গে শারীরিক শক্তি ও প্রাণশক্তিও বজায় রাখে চিনাবাদাম। সূত্র: হেলথলাইন ও ওয়েবএমডি


লাইফস্টাইল ডেস্ক:

মন্তব্য করুন