• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান

সাতক্ষীরায় মিথ্যা সংবাদের প্রতিবাদে মাদ্রাসা শিক্ষকের সাংবাদিক সম্মেলন

news-details

সংগৃহীত ছবি


সাতক্ষীরার কালিগঞ্জে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই মাদ্রাসা শিক্ষক।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ভুক্তভোগী সুপার আব্দুস সাত্তার ও সহকারী শিক্ষক ফারুক হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুস সাত্তার। এসময় তিনি বলেন, মানববন্ধনসহ স্থানীয় কিছু পত্রিকায় ১০ নভেম্বর তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এসময় মানববন্ধন ও প্রকাশিত সংবাদে আওয়ামী লীগের দোসর আখ্যা দেয়ার তীব্র প্রতিবাদ জানান আব্দুস সাত্তার। তিনি জানান, আওয়ামী লীগের সমর্থন দূরের কথা বরং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত স্বৈরাচারী সরকারের ১৭ বছরে অসংখ্যবার হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন তিনি।

এছাড়াও সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক ফারুক হোসেন জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগও সঠিক নয়। আওয়ামী সরকারের সময়কালে স্থানীয় আওয়ামী ক্যাডাররা প্রাণনাশসহ নানা হুমকি ও জোরজবরদস্তি করায় অনিচ্ছা সত্ত্বেও কিছু কাজ করতে বাধ্য হন তারা। এসময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এর আগে গত রোববার ভুক্তভোগী দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেন কিছু শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক।

জানা যায়, মাদ্রাসার কতিপয় শিক্ষক, স্থানীয় কিছু মানুষসহ সমন্বয় পরিচয়ে কিছু বহিরাগত শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জোর করে মানববন্ধন ও সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। তবে খবর নিয়ে জানা যায় সমন্বয় পরিচয় দেয়া সবাই ভুয়া। 

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন