• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
ব্রেকিং নিউজ
সর্বশেষ নিউজ
* মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর * দ্রুত ডাকসু নির্বাচন চান ৯৬ শতাংশ শিক্ষার্থী:পরামর্শক কমিটির জরীপ * পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়, নিহত ৬ * ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক শুরু * রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা * রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫ * সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে * সমালোচনা কখনো অসভ্য ভাষায় হওয়া উচিত নয়: রেজাউল করিম * পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ * ভুলে নিজ দেশের স্থাপনায় বিমান হামলা চালালো ভারত

জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে হারকে বিব্রতকর বলছে বিসিবি

news-details

সংগৃহীত


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হবে, এমনটা শোনার পরেই অনেক দর্শক-সমর্থক খুশি হয়েছিলেন। ঘরের মাঠে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখবেন বলে। কিন্তু সিরিজ শুরুর পর হতাশই হয়েছেন তারা।

সিলেট টেস্টে যে ৩ উইকেটের পরাজয় দেখেছে বাংলাদেশ।

যে দল সর্বশেষ ১০ টেস্টে জয় পায়নি তাদের কাছে হারটা স্বাভাবিকভাবেই পোড়াচ্ছে অনেককে। হতাশা লুকাতে পারেননি নাজমুল আবেদীন ফাহিমও। তাই তো জিম্বাবুয়ের কাছে হারকে দুঃখজনক ও বিব্রতকর বলে জানিয়েছেন বিসিবির পরিচালক।

কারণ আমাদের দলটা যেভাবে, যেখানে দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সঙ্গে এই ফলটা একেবারই মেলেনি। যা খুবই দুঃখজনক।’

সিলেটের উইকেট কিছুটা অপরিচিত বলে অভিজ্ঞ আর মানসম্মত খেলোয়াড় এমন পারফরম্যান্স করবেন তাতে হতাশ ফাহিম। বিসিবির পরিচালক বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি এমন সব কন্ডিশনে খেলাতে যা আমাদের পক্ষে থাকবে এমন না, যেখানে খেললে আমাদের আইসিসি ইভেন্টসহ বাইরে ভালো খেলতে পারব।

সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের মতো ছিল না। কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞ, কোয়ালিটি খেলোয়াড় তাদের কাছ থেকে আরো বেশি আশা করেছিলাম। নিশ্চিতভাবে যে ফলটা হয়েছে মোটেও সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে।’

হতাশা প্রকাশ করলেও ফাহিম আশা করছেন দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদশ।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ টেস্ট খেলবে দুই দল। সেই টেস্টকে সামনে রেখে বিসিবি পরিচালক বলেছেন, ‘আশা করব এই জায়গা থেকে আমরা ফিরে আসব। আমাদের ফিরে আসতেই হবে। আমাদের ক্যাপাসিটি কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ। খেলোয়াড়দেরও অনুভব করতে হবে তারা নিজেদের নিয়ে কিভাবে এবং কী স্বপ্ন দেখে। জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, দিনশেষে দলটা তাদের। তাদের সে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, এটা একটা বড় শিক্ষা হয়ে থাকবে, শুধু খেলোয়াড় না আমাদের সবার জন্য।’


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন