• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস * যান্ত্রিক ত্রুটিতে ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রশিক্ষণরত পাইলট নিহত * ইরানের পরমাণু আলোচনা ব্যর্থ হলে সংঘাত ‘প্রায় অনিবার্য’: ফ্রান্স * ইউনূস-মো‌দি বৈঠক কাল * ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে: সেলিম উদ্দিন * দুর্নীতির অভিযোগের জবাব দিতে প্রস্তুত আমার আইনজীবি: টিউলিপ * রাজধানীসহ সিরিয়ার দুই শহরে দফায় দফায় ইসরায়েলের হামলা * অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা * বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করছে: প্রেস সচিব * সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীতে জামায়াতের নিন্দা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল

news-details

ফাইল ছবি


সিসিইউ থেকে তামিম ইকবালকে রুমে পাঠানো হয়েছিল গতকাল। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, তামিম খুব শিগগিরই বাসায় ফিরে যাচ্ছেন। আজ তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তাই বাসায় ফিরে গেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গত ২৪ এপ্রিল তামিম বিকেএসপিতে হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর ২২ মিনিট অচেতন অবস্থায় ছিলেন তিনি। পরিস্থিতি খারাপ দেখে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে। 

সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুততম সময়ে তার হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে হার্টে রিং পরানো হয়। 

এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে ঢাকায় আনা হয় গত ২৬ মার্চ। এভারকেয়ার হাসপাতালে চলছিল তার চিকিৎসা। সেখান থেকে আজ ছাড়া পেলেন তিনি।

তামিম হাসপাতাল ছাড়ছেন বটে। তবে এরপর তার সামনে কঠিন পথ পড়ে আছে। নানা নিয়ম মানতে হবে তাকে। বিষয়টা জানিয়েছেন মেডিক্যাল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

প্রশ্ন আছে তার খেলায় ফেরা নিয়েও। তামিম কবে খেলায় ফিরবেন, সে প্রশ্নের জবাব আপাতত দিতে পারেননি তার ডাক্তাররা।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন