• 11:22:13 PM

  • শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার * প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার * ড. ইউনূসের সাথে বৈঠকের পর এক্সে যা লিখলেন মোদি * থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা * শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে: সারজিস * আম্বরশাহ শাহী জামে মসজিদের প্রধান খতিবের মৃত্যুতে মসজিদ কমিটির শোক * প্রত্যাবাসন: প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার * দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর * ড. ইউনূস-মোদীর বৈঠক : হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা * প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বিশ্বজয়ী মার্টিনেজের মহানুভবতা!

news-details

ছবি-সংগৃহীত


কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরকে হারানোর নেপথ্যে ছিল তার হাত। ম্যাচ শেষে সেই মার্টিনেজ হয়ে উঠলেন মহানায়ক। তার মানবিক দিক দেখল ফুটবলবিশ্ব। বিপক্ষ গোলরক্ষকের কান্না সামলাতে দেখা গেল মার্টিনেজকে।

শুক্রবার টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে দু’টি গোল বাঁচিয়ে দেন মার্টিনেজ। তাতেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এরপরেই ইকুয়েডরের গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিঙ্গুয়েজকে মাঠে বসে কাঁদতে দেখা যায়। তার সতীর্থেরা সামলানোর চেষ্টা করছিলেন।

আর্জেন্টিনার ফুটবলারেরা তখন সেমিফাইনালে ওঠার আনন্দে মেতে উঠেছেন। কিন্তু মার্টিনেজকে দেখা যায় ডমিঙ্গুয়েজের কাছে আসতে। তিনি এসে ইকুয়েডরের গোলরক্ষকের মাথায় হাত বুলিয়ে দেন। সান্ত্বনা দেন তাকে।

এই দৃশ্যই মন জিতে নিয়েছে ফুটবলপ্রেমীদের। মার্টিনেজকে এমনভাবে বিপক্ষকে সান্ত্বনা দিতে আগে দেখা যায়নি। বরাবরই আগ্রাসী তিনি। শুক্রবারও দ্বিতীয় টাইব্রেকারটি বাঁচানোর পর বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচছিলেন মার্টিনেজ। কিন্তু ম্যাচ শেষ হতেই অন্য রূপে দেখা গেল তাকে। বন্ধুর মতো পাশে দাঁড়ালেন বিপক্ষ দলের গোলরক্ষকের।

বিশ্বকাপ জয়ের পর আরো একবার কোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনা। শুক্রবার লিওনেল মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। তারপরেই নায়ক হয়ে ওঠেন মার্টিনেজ। তিনি পর পর দু’টি শট বাঁচিয়ে দেন। নিশ্চিত করেন সেমিফাইনালের রাস্তা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


স্পোর্টস ডেস্ক:

মন্তব্য করুন