ছবি-সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এই অফিস আদেশে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এতদিন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক এবিএম মাহমুদ মোর্শেদ খানকে। রোববার (১১ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ড. মো. জিল্লুর রহমান বলেন, “আমি মনে করি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান। তার একজন সক্রিয় সদস্য হিসেবে প্রিয় শিক্ষার্থীদের সাথে নিয়ে আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মৌলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ।”
এনএনবিডি ডেস্ক
মন্তব্য করুন