• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান * ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

তারাকান্দায় সাংবাদিককে কুপিয়ে হত্যা, যুবক আটক

news-details

ছবি: সংগৃহীত


ময়মনসিংহ জেলার তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। 

এ হত্যাকাণ্ডের মূলহোতা সাগর মিয়াকে (২১) গৌরীপুর থেকে আটক করেছে কোতোয়ালি পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ মাঝিপাড়ার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। 

বাসার সামনে মাদক সেবনে বাঁধা দেয়ার কারণে হত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। 

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের নরেন্দ্র চন্দ্র ভদ্রের ছেলে। তিনি তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। একসময় স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন। তিনি দৈনিক খবরপত্র পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি ছিলেন। 

নিহতের স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রয়েছে। আটক সাগর মিয়ার পিতার নাম বাবুল মিয়া। সে শম্ভূগঞ্জ মাঝিপাড়ায় নানা বাড়ি থাকতো। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বপন জমি বেচাকেনার কাজ করতেন। ঘটনার দিন সকালে সাগরসহ তিনজন স্বপনকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে নেন। এ সময় সাগর স্বপনের হাতে কোপ দেন। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্বপনের ঘাড়ে কোপ দেন সাগর। এতে গুরুতর আহত হন তিনি। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কেন বা কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্ত সাগর মাদকাসক্ত ছিলেন। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এএনবিডি ডেস্ক

মন্তব্য করুন