• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* বাংলাদেশে ‘সন্ত্রাসী হামলার’ আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য * আবারও সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন * দৃষ্টিহীন ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন * প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় মির্জা ফখরুলসহ ৮৩ জনকে অব্যাহতি * বিরোধী দলের তৎপরতার মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল * রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি * ভারতের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ প্রকাশ্যে আনার দাবি হাসনাতের * সিলেটের ৩ বন্দর-স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ * মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত

পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় ইংল্যান্ডের

news-details

সংগৃহীত ছবি


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই জয় পেয়েছে থ্রি লায়ন্সরা। তাতে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সিরিজ। ফলে ২০১৯ সাল থেকে পাঁচবারের চেষ্টায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড।

বৃহস্পতিবার গভীর রাতে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে আগে থেকেই এগিয়ে ছিল থ্রি লায়ন্সরা। এবার ৩ উইকেটের জয় নিয়ে সিরিজ বাগিয়ে নিলো সফরকারীরা।

সেন্ট লুসিয়ায় টসে হেরে আগে ব্যাট করে ইংলিশ বোলারদের তোপে ৮ উইকেটে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবীয়রা। জবাবে লড়াই জমে উঠলেও শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় থ্রি লায়ন্সরা।

এদিন প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিংয়ের চোটে একাদশে ফেরা শাই হোপকে রান আউট করে দেন জ্যাকব বেথেল। পরে একাই ক্যারিবীয় ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ান সাকিব মাহমুদ। নিজের প্রথম তিন ওভারেই ফেরান এভিন লুইস, রোস্টন চেইস ও শিমরন হেটমায়ারকে।

মাঝে নিকোলাস পুরানকে এক ছক্কার পরই থামান জোফরা আর্চার। তাদের কেউ যেতে পারেনি দুই অংকের ঘরে। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারায় ৩৭ রানে।

এরপর অধিনায়ক রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড মিলে উদ্ধার করেন দলকে। ষষ্ঠ উইকেটে দু’জন ৭৩ রান যোগ করেন ৫৭ বলে। তাতে আর কোনো উইকেট না হারিয়ে ১৫ ওভারে ১১০ রানের সংগ্রহ পায় স্বাগতিকেরা।

যখন শেষদিকে ঝড় তুলতে তৈরি ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তখন বাধা হয়ে দাঁড়ান জেমি ওভারটন। সাত বলে ফিরিয়ে দেন পাওয়েল, শেফার্ড ও গুদাকেশ মোতিকে। ৪১ বলে ৫৪ করেন পাওয়েল, ২৮ বলে ৩০ শেফার্ড।

এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা আলজারি জোসেফ ৯ নম্বরে নেমে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেন। তার অপরাজিত ২১ রান দলকে নিয়ে যান ১৪৫ রানে। সাকিব ও ওভারটন দু’জনই নেন সমান ৩টি করে উইকেট।

জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো ছিল না। পাওয়ার প্লের মধ্যে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে সফরকারীদের উদ্ধার করে স্যাম কারেন ও উইল জ্যাকস চতুর্থ উইকেট জুটিতে ৩৩ বলে ৩৮ রান যোগ করে।

জ্যাকস ৩২ রান করে মোতির শিকার হয়ে ফিরলে কারেনকে সঙ্গ দেন লিভিংস্টোন। ২৬ বলে ৪১ রান করে কারেন ফেরেন জয় থেকে ৩২ রান দূরে থাকতে। লিভিংস্টোনও পারেননি জয় নিশ্চিত করে ফিরতে, ২৮ বলে ৩৯ রানে ফেরেন জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই ৪ উইকেট নেন আকিল হোসেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

সেন্ট লুসিয়াতেই সিরিজের শেষ দুই ম্যাচ শনি ও রোববার।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন