• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* বাংলাদেশে ‘সন্ত্রাসী হামলার’ আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য * আবারও সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন * দৃষ্টিহীন ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন * প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় মির্জা ফখরুলসহ ৮৩ জনকে অব্যাহতি * বিরোধী দলের তৎপরতার মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল * রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি * ভারতের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ প্রকাশ্যে আনার দাবি হাসনাতের * সিলেটের ৩ বন্দর-স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ * মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

news-details

সংগৃহীত ছবি


ঝিনাইদহের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুড়াপাড়া গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙে যায়। রোববার রাতে তিনি পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আঙ্গার আলী রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। এসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাসিনা খাতুন ও রেশমা খাতুনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন