ছবি: সংগৃহীত
রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দাদের সংগঠন ‘পীরগাছা সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট রেস্টুরেন্টে অনুষ্ঠানটি হয়।
সোসাইটির সভাপতি আবু জায়েদ আনসারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) আবদুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুন্নবী চৌধুরী বুলবুল, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সোসাইটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। সেক্রেটারি মনোনীত হয়েছেন বেলায়েত হোসেন শান্ত।
এসময় আগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) আবদুল বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন বলেন, ‘শিক্ষার্থী ও যুবকদের মাঝে স্বপ্ন সৃষ্টি করতে হবে। তাদের মোটিভেশন দিয়ে আগামী দিনের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
সভাপতির বক্তব্যে আবু জায়েদ আনসারী বলেন, তরুণ প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে যত্মবান হতে হবে। শত্রুর সন্তান হলেও তার প্রতি দায়িত্ব পালন করতে হবে। কারণ, শত্রুর সন্তান নষ্ট হলে—তা সমাজকে কলুষিত করবে। তাই জাতি গঠনে মাদকের ছোবল ও নৈতিক অধঃপতন থেকে সবাইকে বাঁচাতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন খাইরুল মোস্তাক সুমন, বদিউজ্জামান রাসেল, হাবিবুর রহমান শামিম, মো. হামিদুর রহমান ও মো. শাহাদাত হোসাইন শেফাউলসহ সোসাইটির নির্বাহী কমিটির সদস্য ও পীরাগাছার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন