• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের ইন্তিকাল * জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে: মির্জা ফখরুল * নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস * বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ * হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত * তিনদিনের মধ্যে এনআইডি সার্ভারে নাগরিকের তথ্য আপলোডের নির্দেশ * পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি * যে কারণে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ * সাবেক মেয়র আতিকুল ইসলাম আবারও ৫ দিনের রিমান্ডে * আদানির সঙ্গে সব বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক

news-details

ছবি: সংগৃহীত


জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি বলেই সর্বোচ্চ আদালতকে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান।

তবে দুদকের এ সংক্রান্ত দুর্নীতির মামলাতেই ১০ বছরের সাজা ও ২৫ মাস কারাভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

রোববার ( ১০ নভেম্বর) সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু কেউ তা আত্মসাৎ করেনি। 

এ সময় আদালতে এ মামলায় খালেদা জিয়ার দেওয়া ১৫০ পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলীল উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়।

আদালতে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন আইনজীবী।

এদিকে এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসনকে প্রথমে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।

পরে খালেদা জিয়া আপিল আবেদন করলে হাইকোর্ট সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে দশ বছর কারাদণ্ডের রায় দেন।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন