• 06:55:49 PM

  • শনিবার, ৫ এপ্রিল ২০২৫ |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা * যুক্তরাষ্ট্রে রফতানি কমবে না, আরও বাড়বে: প্রেস সচিব * রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু * ইসলামকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে : সেলিম উদ্দিন * সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতি * এক যুগ পরে হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ * মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা * রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ * বিদ্রূপের পরই দর্শকদের দিকে তেড়ে গেলেন খুশদিল! * ঢাকাসহ আশপাশে আজ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদফতর

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ আটক ৫৯ অভিবাসী

news-details

ছবি- সংগৃহীত


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ২৫ ও ২৬ জুলাই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের সমন্বয়ে অ্যাপেটাইট অপস এবং শপিং অপস-নামে পরিচালিত অভিযানে কমপ্লেক্স দামাই এলাকা থেকে মোট ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২২ বাংলাদেশি, ২ নেপালি, ৪ ভারতীয়, ৫ পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় ২৫ জনকে আটক করা হয়। 

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা, অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হওয়ায় কারণে তাদের আটক করা হয়েছে। আটক ৩৪ অভিবাসী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী আরও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। 

এদিকে অনুমতিপত্র, পরিচয় নথি ছাড়া কাজ করার অপরাধে ২৫ জুলাই সেলাঙ্গরের ক্লাং উপত্যকার আশপাশে ২৬টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে মোট ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন। 

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও সাতজন নারী রয়েছে। এসব অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী, নাপিত, বিনোদনকেন্দ্রে ওয়েটার এবং গাড়ির ওয়ার্কশপের কর্মী হিসাবে কাজ করত। আরও তদন্তের জন্য সেমেনিসহ ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। 


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন