• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস * যান্ত্রিক ত্রুটিতে ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রশিক্ষণরত পাইলট নিহত * ইরানের পরমাণু আলোচনা ব্যর্থ হলে সংঘাত ‘প্রায় অনিবার্য’: ফ্রান্স * ইউনূস-মো‌দি বৈঠক কাল * ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে: সেলিম উদ্দিন * দুর্নীতির অভিযোগের জবাব দিতে প্রস্তুত আমার আইনজীবি: টিউলিপ * রাজধানীসহ সিরিয়ার দুই শহরে দফায় দফায় ইসরায়েলের হামলা * অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা * বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করছে: প্রেস সচিব * সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীতে জামায়াতের নিন্দা

তামিমের ধূমপান নিয়ে মন্তব্য করা সেই চিকিৎসকের দুঃখপ্রকাশ

news-details

ফাইল ছবি


তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে গিয়ে গতকাল বৃহস্পতিবার রোগীর কিছু গোপনীয় তথ্য বলে দেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তামিমের ধূমপান সম্পর্কিত সেই তথ্য প্রকাশ করায় বিষয়টি নিয়ে ছড়ায় বিতর্ক। আজ সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ওই চিকিৎসক।

আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছে। এখানে তামিমের নামটা ভুলবশত জড়ানোর জন্য আমি দুঃখিত।’

তামিমের শারীরিক অসুস্থতার উন্নতি নিয়ে এই চিকিৎসক বলেন, ‘তামিম এখন স্থিতিশীল। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছু ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসার পুরো প্রক্রিয়ায় তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি, নিয়ম মেনে চললে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।’

প্রসঙ্গত, হার্ট অ্যাটাক করার পর গত ২৪ মার্চ গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এরপর তাকে নিয়ে আসা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে পর্যবেক্ষণে থেকে আজ শুক্রবার বাসায় ফিরেছেন তামিম। বর্তমানে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। 

তবে ঝুঁকি কমানোর জন্য তামিমকে বিদেশে নিয়ে যাওয়ার কথাও চলছে। তার চাচা আকরাম খান বলেছিলেন, ‘আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে।’


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন