• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯ * সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে? * রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ * পদত্যাগ করতে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম * ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ * জামায়াত আমিরের সাথে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ * পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা * মাহফুজ আনামের কাছে প্রশ্ন: হাসিনা-মুজিবের দুঃশাসনের পার্থক্য কোথায়? * ইরানকে গোপন তথ্য দেয়ায় ৭ ইসরাইলি আটক * নিরাপত্তার স্বার্থে এখনই শীর্ষ নেতার নাম ঘোষণা করছে না হামাস

কি‌শোরগ‌ঞ্জে বজ্রপা‌তে নিহত দুই, আহত এক

news-details

ছবি-সংগৃহীত


কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রাম ও তাড়াই‌লে মাছ ধর‌তে গি‌য়ে পৃথক বজ্রপা‌তের ঘটনায় দুই জে‌লে নিহত ও এক জে‌লে গুরুতর আহত হ‌য়ে‌ছে। 

বুধবার (৪ সে‌প্টেম্বর) সকা‌লে জেলার অষ্টগ্রাম উপ‌জেলায় কাস্তল সদর ইউ‌নিয়‌নের বাহাদুরপুর হাও‌ড়ে এবং একই দি‌নে দুপু‌রে তাড়াইল উপ‌জেলায় দিগদাইর ইউ‌নিয়‌নের কাওড়া বি‌লে এসব পৃথক বজ্রপা‌তের ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন, অষ্টগ্রাম সদর ইউ‌নিয়‌নের আড়ারপার গ্রা‌মের মো. আরজুদ আলীর ছে‌লে জাহাঙ্গীর আলম (১৭) ও তাড়াইল উপ‌জেলার দা‌মিহা ইউ‌নিয়‌নের কাজলা মধ‌্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছে‌লে এনা‌য়েত উল্লাহ (২৫), গুরুতর আহত হ‌য়ে‌ছে একই এলাকার বা‌সিন্দা আব্দুল জব্বা‌রের ছে‌লে লিটন মিয়া (৪০)। 

 অষ্টগ্রাম থানাপু‌লিশ সূ‌ত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও হা‌রিছ মিয়া না‌মের দুই জে‌লে সকা‌লে হাও‌ড়ে মাছ ধর‌তে গে‌লে বৃ‌ষ্টির সা‌থে বজ্রপাত শুরু হয়। এক পর্যা‌য়ে বজ্রপা‌তের কব‌লে প‌ড়লে জাহাঙ্গীর নৌকা থে‌কে পা‌নি‌তে প‌ড়ে‌ যায়। প‌রে হা‌রিছ মিয়া ও আ‌শপা‌শে থাকা জে‌লেরা জাহাঙ্গীর‌কে উদ্ধার ক‌রে অষ্টগ্রাম উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

অপর‌দি‌কে তাড়াইল থানাপু‌লিশ সূ‌ত্র জানায়, এনা‌য়েত উল্লাহ ও লিটন মিয়া না‌মের দুই জে‌লে সকা‌লে বি‌লে মাছ ধর‌তে গে‌লে বৃ‌ষ্টি শুরু হয়, বৃ‌ষ্টির ম‌ধ্যেই তারা মাছ ধর‌তে থাক‌লে দুপু‌রের দি‌কে বজ্রপা‌তের কব‌লে প‌ড়ে দুজ‌নেই গুরুতর আহত হন। প‌রে স্থানীয় লোকজন তা‌দের‌কে উদ্ধার ক‌রে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক এনা‌য়েত উল্লাহ‌কে মৃত ঘোষণা ক‌রেন। এবং আহত লিটন মিয়া‌কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাহা‌লে পা‌ঠি‌য়ে দেন


মো. এনামুল হক (এনাম): কি‌শোরগঞ্জ থে‌কে

মন্তব্য করুন