ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরুর আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে যাবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে ভারত। অন্যদিকে, হাইব্রিড মডেল নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান। দুই দেশের এই উত্তেজনার মধ্যে টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এই পরিস্থিতির মধ্যেই আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) পুরুষ ও নারী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি প্রমো ভিডিও প্রকাশ করেছে, যেখানে আয়োজক হিসেবে পাকিস্তানকেই তুলে ধরা হয়েছে। ভিডিওটি অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি আয়োজক পাকিস্তানের সংস্কৃতি এবং ক্রিকেটের ঐতিহ্যকেও ফুটিয়ে তুলেছে। এই ভিডিও দেখার পর ক্রিকেটপ্রেমীরা ধারণা করছন, হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে শেষ পর্যন্ত পাকিস্তানের দাবির পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে আইসিসি। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি।
বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) ভারত সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে। অন্যদিকে, সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আইসিসি পাকিস্তানকে হাইব্রিড মডেল মেনে নিতে চাপ দিচ্ছে। পিসিবি তা প্রত্যাখ্যান করলে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হওয়ার সম্ভাবনার কথাও বলছে আইসিসি। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি, বিসিসিআই বা পিসিবি।
সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা, এবং ফাইনাল হবে ৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টুর্নামেন্টে দুই গ্রুপে ৮ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড; ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
স্পোর্টস ডেস্ক:
মন্তব্য করুন