• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন * হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প * রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা * জাতি হিসেবে আমরা সবাই একই পরিবারের সদস্য: ড.ইউনূস * ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে : আসিফ নজরুল * বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চায় ওয়েস্ট ইন্ডিজ * ফের ঢাকার সড়কে রিকশাচালকদের অবরোধ, বন্ধ যান চলাচল * শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা * গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের যুক্তরাষ্ট্রের ভেটো * বৃটিশ পার্লামেন্টে উপদেষ্টা সাখাওয়াত: ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে

হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাতে লাগবে লাইসেন্স!

news-details

ছবি: সংগৃহীত


মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম নিয়ে নতুন নিয়ম চালু করল জিম্বাবুয়ে সরকার। এর অধীনে নিজেদের আইডেন্টিটি রেজিস্টার করাতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের। সেই সঙ্গে গ্রুপ চালানোর একটি লাইসেন্স পেতে হবে। এই নিয়মটি ঘোষণা করেছেন ইনফর্মেশন, কমিউনিকেশন টেকনোলজি, পোস্টাল অ্যান্ড ক্যুরিয়র সার্ভিসেসের মন্ত্রী টাটেন্ডা মেটেরা। এই লাইসেন্সের দাম শুরু হচ্ছে ৫০ ডলার থেকে। যা অ্যাডমিনদের জন্য সবথেকে জরুরি।

জিম্বাবুয়ে সরকারের পক্ষ বলা হয়েছে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে এবং দেশে যাতে শান্তি বজায় থাকে, সেটাই এই নতুন নিয়মের অন্যতম প্রধান লক্ষ্য। জিম্বাবুয়ের ডাটা প্রটেক্টশন অ্যাক্টের অধীনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

আর এই পদক্ষেপ যেকোনও তথ্য প্রদান করে। আসলে এই তথ্য যে কোনও ব্যক্তির আইডেন্টিটি প্রকাশ করতে পারে। অথচ এটাকে ব্যক্তিগত তথ্য হিসেবে সুরক্ষিত থাকা আবশ্যক। হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের কাছে গ্রুপের সদস্যদের ফোন নম্বর থাকে।

জিম্বাবুয়ের তথ্য মন্ত্রী মনিকা মুতসভাংগওয়া বলেন, এই লাইসেন্সের মাধ্যমে ভুল তথ্যের উৎস সহজেই ট্রেস করা সম্ভব। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নয়, সোশ্যাল মিডিয়া কার্যকলাপের ক্ষেত্রেও প্রযোজ্য এটি। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির আওতায় পড়বে ডেটা সুরক্ষা নিয়মের অধীনে ধর্মীয় প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক সংগঠনও।

গোপনীয়তা লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে

যদিও জাতীয় নিরাপত্তা বা জাতীয় সুরক্ষার প্রেক্ষিতে এটাকে জরুরি পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার। তবে সমালোচকরা এই নীতির কড়া সমালোচনা করছেন। তাদের মতে, এই বিষয়টা আসলে মত প্রকাশের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকার লঙ্ঘন। এই নিয়মের অধীনে রেজিস্ট্রেশনের সময় গ্রুপ অ্যাডমিনদের নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হবে। যা মানুষের গোপনীয়তা বা প্রিভেসির উপর ক্ষতিকর প্রভাব ফেলবে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন